আখাউড়া স্থলবন্দরের আমদানি বাণিজ্য শুরু

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য শুরু হয়েছে। তিন মাসেরও বেশি সময় পর রোববার বিকেলে দুটি ট্রাকে করে ৩৮ টন ভাঙা পাথর আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।

পাথরগুলো আলফাজ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান আমদানি করেছে। আর এগুলো খালাসের কাজ করবে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ।

আমদানিকারক প্রতিষ্ঠান আলফাজ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. মোজাম্মেল হক জানান, প্রতি টন ভাঙা পাথর ১৩ মার্কিন ডলারে আমদানি করা হয়েছে। পরীক্ষামূলক ভাবে প্রথম চালানে ৩৮ টন পাথর আনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে পাথরগুলো খালাস করা হবে।

এর আগে আখাউড়া স্থলবন্দর দিয়ে গত বছরের নভেম্বরে চার দফায় দুই হাজার ৭০০ টন চূর্ণপাথর আমদানি করা হয়। ওই পাথরগুলোর আমদানিকারক ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।