গরম পোশাকের জন্য মধ্যবিক্তদের ভির ফুটপাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

শীতের আমেজ বইছে সারা দেশে। রাজধানীতেও এর ব্যাতিক্রম নয়। ফলে নিম্ন ওমধ্যবিক্তদের ভির দেখা গেছে ফুটপাতের গরম কাপড়ের দোকানে। দাম কম হওয়াতে আগ্রহ নিয়ে আসছেন ক্রেতারাও। কেউ দামাদামি পর্যন্ত সীমিত, আবার কেউ পছন্দ মত কিনে নিচ্ছেন শীতের পোশাকটি।

শুক্রবার  ও শনিবার রাজশানীর বিভিন্ন মার্কেটের সামনে এবং হলিডে বাজার গুরোতে এ চিত্র দেখা গেছে।

গুলিস্তান, বায়তুল মোকাররম মার্কেট, বঙ্গবাজার , মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে দেখা যায়, ফুটপাতের দোকানিরা কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে ১শ টাকা, ৫০ টাকা বলে ডাক হাঁকছে। আবার কেউ অডিও সাউন্ড বাজিয়ে ১০০ টাকা, ১০০ টাকা বলে ডাকছে। এভাবে ডাকাডাকি শব্দে মুখরিত হচ্ছে গুলিস্তান এলাকার ফুটপাতগুলো।

ফুটপাতে উলের টুপি, হাত মোজা,পা মোজা, মাফলার, সোয়েটার, কানটুপিসহ বাচ্চাদের নানা ধরনের শীতের কাপড়ের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। তাছাড়া কম্বল ও কোর্টের দোকানেও রয়েছে প্রচুর ভিড়।

একাধিক জানান, কয়েক দিনের গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে দোকানে বেচাকেনা একটু বেশি হয়েছিল। কিন্তু আজকে একটু গরম থাকায় তেমন কাস্টমার কিছুটা কমেছে। শীত যত বাড়বে বেচা-কেনা ততই বাড়বে। গত কয়েক দিন বেচা-কেনা ভালোই ছিল। এখন একটু কম হলেও আশা করছি আগামী কয়েকদিনের ভেতরে আবারও বাড়বে।

Related posts:

করোনা মহামারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের জন্য সবচেয়ে বড় সংকট: জাতিসংঘ মহাসচিব
সব বাসেই ডিজেলচালিত স্টিকার, নিরুপায় যাত্রীরা
বিনিয়োগকারীদের পুঁজি নেই ২১ হাজার কোটি টাকা
রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে যশোরে অধিদপ্তরের সচেতনতামূলক সভা
জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণে একমত নয় বিশ্বনেতারা ! 
এক কোম্পানির ২ জন নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে থাকতে পারবেন না
আয়কর রিটার্ন ছাড়া ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র নয়
আমানতের সুদ হারে ক্যাপ প্রত্যাহার চায় ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো
সমুদ্র সম্পদকে ব্যবহার করে অর্থনীতিকে আরও গতিশীল করা হবেঃ প্রধানমন্ত্রী
সড়কগুলোতে বাস কম ভাড়া ও যাত্রী বেশি