বাজেট অধিবেশন শুরু রোববার

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) শুরু হচ্ছে রোববার। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে।

অধিবেশনে বাজেটের পাশাপাশি পদ্মা সেতু বাস্তবায়নে সরকারের সফলতা নিয়েও আলোচনা হবে।

কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় সংসদে এসব বিষয়ে প্রস্তাব আনা হবে। সেই প্রস্তাবের ওপর সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনায় অংশ নেবেন।

গত ১৮ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের আহ্বান করেন।

সংসদ সচিবালয় সচিব কে এম আব্দুস সালাম সংসদ অধিবেশেনের তথ্য জানান।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ০৯ জুন সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে। এটি হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা চতুর্দশ বাজেট।

বাজেট প্রস্তাব উত্থাপনের পর দু’দিন বিরতি দিয়ে ১২ জুন থেকে শুরু হবে বাজেট আলোচনা। আগামী ১৪ জুন সম্পূরক বাজেট পাসের পর প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনা শুরু হবে। আলোচনা শেষে ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে।

বাজেট পাসের পরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা আছে বলে জানা গেছে।