শেয়ারবাজারে মূল্য সংশোধন

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ষশেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কর্ম-দিবস বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিমসই) সূচক কমেছে ৩৬ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ফলে টানা দুইদিন উত্থানের পর আজ শেয়ারবাজারে দরপতন হলো।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারটিতে ৩২৬টি প্রতিষ্ঠানের ৭ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৩২৮টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ৬০৮ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার টাকা। আগের কর্ম-দিবসে বুধবার লেনদেন হয়েছিল ৭৪৫ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার টাকা। অর্থাৎ আগের কর্ম-দিবসের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩৩টির, তার বিপরীতে কমেছে ১৩৯টি আর অপরিবর্তিত রয়েছে ১৫৪টি কোম্পানির শেয়ারের দাম।

অধিকাংশ খাতের শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ দশমিক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৭১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ দশমিক ২১ পয়েন্ট কমে ২ হাজার ২৩৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং করপোরেশন, শাইনপুকুর সিরামিকস, সোনালী পেপার, জেমিনী সি ফুড, রয়েল টিউলিপ সি পার্ল, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্কস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ২১ লাখ ৮৬ হাজার ৮৪৩ টাকা। এর আগের দিনে লেনদেন হয়েছিল২০ কোটি ৬ লাখ ২২ হাজার ৭০৩ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৬৩টির ও ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।