শেয়ারবাজারে লেনদেন ছাড়াল ৫০০ কোটি টাকা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১১ জানুয়ারি) সূচক ওঠানামার মধ্যদিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪ পয়েন্ট। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট।

এদিন সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৩২ কোটি ৪১ লাখ ৬২ হাজার টাকা শেয়ার ও ইউনিটের। এর আগে দিন লেনদেন হয়েছিল ৪৬২ কোটি ৫২ লাখ ১৩ হাজার টাকা। অর্থাৎ ২০২৩ সালের মধ্যে আজ শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারটিতে ৩৩৪টি প্রতিষ্ঠানের ৮ কোটি ১০ লাখ ৪২ হাজার ২৭৮টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১২৭টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানির শেয়ারের দাম।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

বুধবার ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বসুন্ধরা পেপার, জেনেক্স ইনফোসিস, জেএমআই হসপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং, ওরিয়ন ফার্মা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ইস্টার্নহাউজিং, নাভানা ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৭ পয়েন্টে। এদিন বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৬৪ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৩০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৪৮টির ও ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে।