৩১ মে থেকে খোলা সয়াবিন বিক্রি নয় : বাণিজ্যমন্ত্রী

ভোক্তাকন্ঠ ডেস্ক: আগামী ৩১ মে থেকে সয়াবিন এবং ৩১ ডিসেম্বর থেকে পামওয়েল খোলাভাবে বিক্রি করা যাবে না, বিক্রি করতে হবে বোতলে।

বুধবার বিকেলে সচিবালয়ে এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী।

সভায় ব্যবসায়ী নেতা, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি। ৩১ মে ও ৩১ ডিসেম্বরের পরে আর কোনো তেল খোলাভাবে বিক্রি হবে না, সবই বোতলজাত হবে।

সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, যে দাম আমরা ঠিক করে দিই, বিশেষ করে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশে যা প্রভাব পড়ে, ট্যারিফ কমিশন বসে ঠিক করে যে বাজারে কী দাম হওয়া উচিত।