চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রেকর্ড আবেদন

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যক দুই লাখ ৫৪ হাজার ৬৯৯ ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটে ছিল ভর্তি আবেদনের শেষ সময়।

চবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর সর্বোচ্চ আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে এক লাখ এক হাজার ৬৬৩টি। ‘বি’ ইউনিটে ৬৮ হাজার ৩৯৬, ‘বি’-১ উপ-ইউনিটে দুই হাজার ৭৬৩, ‘সি’তে ১৮ হাজার ৭৯৫, ‘ডি’ ইউনিটে ৫৯ হাজার ৯০৬ এবং ‘ডি’-১ উপ-ইউনিটে তিন হাজার ১৪৬ শিক্ষার্থীর। এ পর্যন্ত আবেদন ফি পরিশোধ করেছেন দুই লাখ ৪০ হাজার ৮০৫ জন।

আবেদনের সময় শেষ হলেও ফি প্রদান করা যাবে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া ২৭ জানুয়ারি পর্যন্ত ৩০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে আবেদনপত্র সংশোধনের সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে ০৪ জানুয়ারি থেকে শুরু হয় আবেদন।

গত বছর আবেদন করেছিলেন দুই লাখ ৫৬ জন শিক্ষার্থী। সে তুলনায় এ বছর আবেদন বেড়েছে ৫৪ হাজার ৬১৩টি।

প্রথমবারের মতো এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একাধিক বিভাগে। কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় আবেদন বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২-১৬ মার্চ। ০২ মার্চ ‘এ’ ইউনিটের, ০৮ মার্চ ‘বি’ ইউনিটের, ০৯ মার্চ ‘সি’ ইউনিটের এবং ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া, ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ০৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ০৪ মার্চ অনুষ্ঠিত হবে। ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক ১০ ও ১১ মার্চ হবে।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে সুযোগ রাখা হয়েছে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের ভিত্তিতে সর্বোচ্চ ২০ নম্বর যোগ হবে। তবে দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের মোট নম্বর থেকে কাটা পড়বে ৫ নম্বর।