পরীক্ষা ছাড়াই প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়ন

ভোক্তাকন্ঠ ডেস্ক:

করোনা  কারণে এবারও প্রাথমিকের শিক্ষার্থীদের নিজ বিদ্যালয়ে মূল্যায়নের নির্দেশনা দিয়েছে সরকার। পরীক্ষার পরিবর্তে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করে উপরের শ্রেনীতে উন্নিত করা হবে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের কাছেে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত চিঠিতে মঙ্গলবার (২৩ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে,  কোভিড-১৯ পরবর্তী সময়ে পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও এবং শিক্ষকগণ কর্তৃক স্ব স্ব উদ্যোগে মোবাইল ফোন ও ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্পৃক্ত ছিলেন।

‘এ প্রেক্ষাপটে শিক্ষকগণ কর্তৃক তাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মূল্যায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। ‘

২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের বার্ষিক ও সমাপনী পরীক্ষা কোনোটাই হচ্ছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, পরীক্ষার পরিবর্তে চলতি শিক্ষাবর্ষের সব শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, গত ২৬ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়েছে।