বাগেরহাটে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত ১৬ মে বাগেরহাট সদর উপজেলায় একটি ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন।বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

তিনি জানান, সদর উপজেলায় কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযগের ভিত্তিতে আমরা এই অভিযানটি পরিচালনা করি। এতে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়। এসময় ২টি প্রতিষ্ঠান তৃপ্তি মিষ্টি ও মৌসুমি সুইটসকে (ধারা ৩৮) অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৩ হাজার ও ১ হাজার টাকা এবং অনিক সুইটসকে (ধারা ৪৩) অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অভিযোগে ২ হাজার টাকা অর্থ-দন্ড করেন ভ্রাম্যমান আদালত।