রাজধানীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করলো বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ইলেকট্রিক আয়রন, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশন পণ্যের অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে এম কে ইলেক্টনিক্স কে এক লাখ টাকা ও ট্রাস্ট ফ্যামিলি নিডস কে ছাড়পত্র/সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত লিক্যুইড হ্যান্ড ওয়াশ, মধু, টয়লেট সোপ, নেইল পলিশ, সস, বাটার, পেন্সিল, সিনথেটিক ভিনেগার, বডি লোশন বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা মোঃ মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন জিশান আহম্মেদ তালুকদার, সহকারী পরিচালক (সিএম) সার্বিক সহায়তা করেন।

আরইউ