আগের দামে তেল মজুত রেখে বেশি দামে বিক্রি

ভোক্তাকন্ঠ ডেস্ক: রাজধানীর সূত্রাপুরে তেল মজুত রেখে বেশি দাম বিক্রয়সহ ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ মে) ভোক্তা সূত্রাপুর থানাধীন সূত্রাপুর বাজারে তদারকিমূলক অভিযানকালে এ জরিমানা করা হয়।

এদিন অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (অভিযোগ) মো. হাসানুজ্জামান। অভিযান পরিচালনাকালে মেসার্স ফজলু স্টোরে আগের দামের বিপুল পরিমাণ বোতলজাত সয়াবিন তেল মজুতকৃত অবস্থায় পাওয়া যায় এবং সেগুলো বর্তমান দরে বিক্রি করতে দেখা যায়। এছাড়াও কাপড়ের রং (ইন্ডাস্ট্রিয়াল কালার) খাবারের রং বলে বিক্রি করতে দেখা যায়। এসব অপরাধে এ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে উপস্থিত আগ্রহী ক্রেতাদের মধ্যে আগের দামে সয়াবিন তেল বিক্রি করা হয়।

একই বাজারের মেসার্স আদনান আরাফাত স্টোরকে কাপড়ে ব্যবহার্য রং খাবারের রং বলে বিক্রি করতে দেখা যায়। এ অপরাধে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ইন্ডাস্ট্রিয়াল কালার কাপড়ে ব্যবহার্য রং। তবে এর দাম কিছুটা কম হওয়ায় তা চিকেন ফ্রাই, চিকেন গ্রিল, জর্দা, চিকেন বিরিয়ানি, কেক, চকোলেট, আইসক্রিম, চানাচুরসহ অন্যান্য খাদ্যসামগ্রী তৈরিতে ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Related posts:

নিত্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের
নিত্যপণ্যমুল্যের উর্ধ্বগতি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে গণঅবস্থান
সংক্রমণ নিম্নমুখী বলার সময় হয়নি : স্বাস্থ্য অধিদপ্তর
করোনায় বাজার নিয়ন্ত্রনে রাজধানীর ১৩ টি বাজারে তদারকিমূলক অভিযান
৪ ঘণ্টা খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলো
অবৈধভাবে এলপিজি'র মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন- ক্যাব
অনলাইনে ট্রেনের টিকিট বিক্রিঃ ভোগান্তিতে গ্রাহকরা
ভোজ্যতেলের এসও ব্যবসায়ীর প্রতিষ্ঠান বন্ধ করে দিল ভোক্তা অধিদপ্তর
চলতি বছরই অপটিক্যাল ফাইভার ব্রডব্যান্ড সংযোগ আসবে
দেশব্যাপী অভিযানঃ রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার ও জরিমানা