অবৈধভাবে এলপিজি’র মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন- ক্যাব

অবৈধভাবে এলপিজি’র মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছে কনজুমার’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

ক্যাবের সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ূন কবির ভূইয়া স্বাক্ষরিত সিনিয়র সচিবের নিকট এক অনুলিপিতে বিষয়টি উঠে আসে।

অনুলিপিতে উল্লেখ আছে, “২৫ আগস্ট ২০২০ তারিখে মহামান্য হাইকোর্ট বিআরসি’কে গণশুনানির ভিত্তিতে এলপিজি’র মূল্যহার নির্ধারণ করার জন্য আদেশ দেন। তারপরও কোনও কোনও কোম্পানী হাইকোর্টের নির্দেশ অমান্য করে মূল্যহার বৃদ্ধি করতেই থাকে। অথচ বিআরসি’র ২২(খ) ও ৩৪ ধারা মতে কোনও কোম্পানির এলপিজি’র দাম বৃদ্ধির অধিকার নাই।”

তাই যেসকল কোম্পানি বিআরসি’র নির্ধারিত মূল্যহার মানছে না তাদের বিরুদ্ধে বিআরসি আইনের ৪৬ ধরা মতে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয় অনুলিপিতে।