ফরিদপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা করা হল ৫০ হাজার টাকা

অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বকজুড়িঘাট এলাকায় মধুমতী নদী থেকে। জানতে পেরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় মো. হাফিজ খান নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর ইসলাম।

এ সময় আলফাডাঙ্গার মো. হাফিজ খান নামে এক বালু ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন ওই ব্যবসায়ী। একই আদালতে মাস্ক না থাকার অপরাধে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের রাজু আহম্মেদকে ৫০০ টাকা জরিমানা করেন। আলফাডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর ইসলাম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related posts:

ভোক্তা অধিদপ্তর: ১১৮ প্রতিষ্ঠানকে ৮.০১ লক্ষ টাকা জরিমানা
ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযান
দুই মাসে খালাসেই ‘উধাও’ আড়াই হাজার টন জ্বালানি তেল
পোশাক শ্রমিকদের টিকাদানে কিকের অনুদান পেল বিজিএমইএ
অক্টোবরে ১ কোটি ৫৮ লাখ টাকা জরিমানা আদায় ভোক্তা অধিদপ্তরের
কোম্পানিগুলোকে বাধ্য করতে হবে ভোক্তাদের ক্ষতিপূরণ দিতেঃ ডঃ শামসুল আলম
বিবিয়ানায় প্রতিদিন নতুন যোগ হবে ৮৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস
বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য সার্বিয়াকে প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর
জমির মৌজার রেট অনুযায়ী হবে পানির বিলঃ তাকসিম এ খান
২০ মাস পর করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ