মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় জরিমানা ৫০ হাজার

নিজস্ব প্রতিবেদক:

সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় কাভাজো লি এর বিরুদ্ধে মামলা দায়ের করে ৫০ হাজার টাজা অর্থদণ্ড করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার বনানী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ড দেয়া হয়।

জানা যায়, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক স্পঞ্জ কেক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ ব্যতীত উৎপাদন/মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে কাভাজো লিঃ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে টাকা ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার, সিএম উইং দায়িত্ব পালন করেন।

আরইউ

Related posts:

গুলশানের নান্দুস রেস্তোরাঁকে আবারও দুই লাখ টাকা জ‌রিমানা
দুঃসময়ে ভোক্তাদের পাশে থাকার অঙ্গীকার: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মানিকগঞ্জে ৩ অবৈধ ক্লিনিককে জরিমানা, ৫টির কার্যক্রম বন্ধ
মে দিবস শ্রমজীবী সব মানুষের কাছে চির অম্লান হয়ে থাকবেঃ রাষ্ট্রপতি
দেশব্যাপী নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হচ্ছে
রোজায় ভেজাল বিরোধী অভিযানঃ ৩,১২৭ প্রতিষ্ঠানকে ২ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা
লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১০
প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
মুদি দোকানীর বাড়ি থেকে ২৩২৮ লিটার সয়াবিন তেল জব্দ
চাকচিক্যের আড়ালে যা তা অবস্থা ক্যাফে বৈশাখী রেস্তোরাঁর!