আবারও বাড়ল জেট ফুয়েলের দাম, লিটার ১৩০ টাকা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১৯ টাকা বাড়িয়েছে সরকার। প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা। তা কার্যকর হয়েছে ৯ জুলাই থেকে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। 

সর্বশেষ গত ১০ জুন জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৫ টাকা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম হয়েছিল ১১১ টাকা। এর আগে ১৭ মে জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৬ টাকা বেড়ে উড়োজাহাজের জ্বালানির দাম হয়েছিল ১০৬ টাকা প্রতি লিটার। 

বিপিসি সূত্রে জানা গেছে, বিপিসি সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি গত ৭ জুলাই অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের মূল্য ১১১ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করে। আর আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১.০৯ ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে ১.২২ ডলার। এ নিয়ে গত ৫ মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে প্রতি লিটারে ৫০ টাকা। আর করোনা মহামারির সময় থেকে বর্তমান সময় পর্যন্ত গত ২০ মাসে জেট ফুয়েলের দাম বেড়েছে ১৮৩ শতাংশ।

গত ৭ এপ্রিল জেট ফুয়েলের দাম বেড়ে হয় ১০০ টাকা। এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৮০ টাকা থেকে বেড়ে হয় ৮৭ টাকা হয়। তার এক মাস আগে ৯ ফেব্রুয়ারি জ্বালানিটির দাম ৭৩ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছিল।

গত বছরের ডিসেম্বর ও আগস্টেও দাম বাড়ানো হয়েছিল। ২০২১ সালের এপ্রিলে জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ৬১ টাকা।

ফ্লাইট পরিচালনা ব্যয়ের একটা বড় অংশ নির্ভর করে জেট ফুয়েলের দামের ওপর। জেট ফুয়েলের দাম বাড়লে এয়ারলাইন্স পরিচালনার খরচও বেড়ে যায়। এর জেরে বাড়ে টিকিটের দাম।

গত দুই বছরে জেট ফুয়েলের দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। তার প্রভাব পড়েছে টিকিটের দামে। ঢাকা থেকে অভ্যন্তরীণ গন্তব্যগুলোয় উড়োজাহাজের ভাড়া বেড়েছে।