পুলিশকে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ দিলেন আইজিপি

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। আর এই সঙ্কট মোকাবিলায় অন্যান্য দেশের মতো এদেশেও নেওয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। 

এ পেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি বিধিবিধান যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও। 

এ সময় তিনি পুলিশের সব ইউনিটকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পালনেরও আহবান জানান।

গতকাল বুধবার (২০ জুলাই) বিকেলে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় আইজিপি এ নির্দেশ দেন। 

সভায় বেনজির আহমেদ বলেন, ‘আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি। প্রধানমন্ত্রীর (বিদ্যুৎ সাশ্রয়ের) এ আহ্বান মেনে চলার জন্য সব পুলিশ সদস্যের প্রতি অনুরোধ রইল। জাতীয় স্বার্থে দেশের কল্যাণে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

পুলিশ প্রধান তার বক্তব্যে পুলিশ সদরদপ্তর সহ বাংলাদেশ পুলিশের সব স্থাপনায় বৈদ্যুতিক বাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন।

এছাড়াও দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শও দেন পুলিশের প্রধান বেনজির আহমেদ ।

এদিকে আইজিপির নির্দেশনা বাস্তবায়নের জন্য রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জসহ দেশের অধিকাংশ জেলায় থানা থেকে বিভিন্ন কর্মকান্ড নেওয়ার খবর পাওয়া গেছে। 

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।