টিকা নিতে সকাল ৭টায় লাইনে লোকজন

ভোক্তাকন্ঠ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা নেওয়ার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। যে কারণে টিকা দেওয়া শুরুর নির্ধারিত সময়ের আগেই লোকজন লাইন ধরছেন।

বৃহস্পতিবার সকাল ৭টায় রাজধানীর বিভিন্ন টিকাকেন্দ্রে এ টিকা নিতে আসা লোকজনকে লাইন ধরতে দেখা যায়।

প্রায় সকল স্বাস্থ্যকেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই অনেক নারী- পুরুষ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা প্রথমে তাদের টিকার কার্ডটি জমা দিচ্ছেন। এরপর সংশ্লিষ্ট ব্যক্তি তাতে সিল মেরে দিচ্ছেন।

টিকার প্রথম ডোজ নিতে আসা কয়েকজন বলেন, সকালেই লাইন ধরেছি, টিকার কার্ড জমা দিয়েছি।

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।