মুখের করোনা টিকা চালু

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বিশ্বের প্রথম মুখে নেওয়ার করোনা টিকা চালু করেছে চীন। গতকাল বুধবার দেশটির বাণিজ্য নগরী সাংহাইয়ে শুরু হয় নতুন এ টিকাকরণ। পরে মুখের মাধ্যমে টিকাকরণের ছবি ও ভিডিও চীনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশ হয়।

চীনের কর্তৃপক্ষ জানায়, যাঁরা এরই মধ্যে দুটি টিকা নিয়েছেন, প্রথম পর্যায়ে তাঁদের বুস্টার ডোজ হিসেবে মুখে নেওয়ার এ টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। পরে প্রাথমিক ধাপের টিকাকরণেও এ পদ্ধতি ব্যবহার করা হবে। বেইজিং মনে করে, উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত টিকাকরণে এ পদ্ধতি কার্যকরী হবে। এ পদ্ধতিতে এক ব্যক্তিকে টিকা দিতে সর্বোচ্চ ২০ সেকেন্ড সময় লাগে। ফলে দ্রুততার সঙ্গে টিকাকরণ সম্ভব।

চীনের স্যানসিনো বায়োলজিক্স টিকা প্রস্তুত করেছে। ১৮ বছরের বেশি বয়সীদের টিকাটি প্রয়োগ করা হবে। প্রস্তুতকারী কোম্পানিটির দাবি, কেবল এক শ্বাস নিলেই কাজ সারা। করোনার বিরুদ্ধে প্রতিরোধ শুরু করে দেবে টিকা। গত সেপ্টেম্বরে জরুরি ভিত্তিতে চীনের কর্তৃপক্ষ টিকাটির অনুমোদন দেয়।