শনাক্ত ৫ হাজার ছাড়াল

ভোক্তাকন্ঠ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৪৪ জনের মৃত্যু হলো।

একসই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫ হাজার ২২২ জন। এতে দেশে শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একদিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল সর্বশেষ গত বছরের ২৪ আগস্ট। সেদিন ৫ হাজার ২৪৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। ৫ মাস পর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও ১৭ শতাংশ ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় মোট ২৯ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশ। শনিবার এই হার ১৪ দশমিক ৩৫ শতাংশ ছিল।

একই সময়ে সেরে উঠেছেন ৩৫১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন সুস্থ হয়ে উঠলেন। আজকের হিসাব অনুযায়ী দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩৬ হাজার ৬৭৪ জন।