‘স্বাস্থ্যখাতে অনিয়ম নির্মূলে এবার শক্তভাবে অভিযান পরিচালিত হবে’

ভোক্তাকণ্ঠ ডেস্ক: স্বাস্থ্যখাতের সব ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা নির্মূলে বিগত সময়ের থেকে এবার শক্তভাবে অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডা. আহমেদুল কবীর বলেন, রংপুর বিভাগ থেকেই শুদ্ধি অভিযান শুরু হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপিসহ সবার সঙ্গে কথা বলা হয়েছে। এবার অভিযান অব্যাহত থাকবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হবে মডেল হাসপাতাল। যেখানে সাধারণ মানুষসহ সবাই ভালো চিকিৎসা পাবে।

তিনি বলেন, চিকিৎসাসেবা একটি টিম ওয়ার্ক। এতে কোথাও সমস্যা হলে চিকিৎসা ব্যাহত হবে। তাই মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা কারও কাছে জিম্মি থাকবে না। আমরা এরই মধ্যে জিম্মিকারী সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বদলি করেছি, আরও বদলি হবে। এটা অব্যাহত থাকবে।