৭ মাসে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগী ২৪২০, ঢাকার বাইরে ৪৬৯

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাইরের ১৮ জন।

এ নিয়ে চলতি বছর মোট ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২ জন মারা গেছেন। এ নিয়ে এ বছর ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৭৫ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত মোট ২ হাজার ৫৪৪ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এবছর ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৮৮৯ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা দুই হাজার ৪২০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা ৪৬৯ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা দুই হাজার ৫৪৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত মোট রোগী দুই হাজার ১৫৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে মোট ৩৮৬ জন। পাশাপাশি এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।