এসআর ল্যাবরেটরীতে কেমিস্ট ছাড়াই তৈরি হচ্ছে ঔষধ

মোঃ আহসান উল হক তুহিন: কেমিস্ট ছাড়া ঔষধ তৈরীর কারণে এসআর ল্যবটারিজের ৫০,০০০/- টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধা।

০৩ আগষ্ট বুধবার দুপুরে রংপুর নগরীর রবার্টসনগঞ্জের তাতীপাড়া এলাকায় SR Laboratory s নামক একটি আয়ুর্বেদিক ঔষধের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধা হৃদয়।

এ সময় তাকে সহায়তা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। ঐ কারখানায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র না নিয়েই কেমিস্ট (রসায়নবিদ) ছাড়াই বিভিন্ন প্রকার সিরাপ তৈরি ও বাজারজাত করে আসছিল।

এরূপ পরিস্থিতিতে ভোক্তা ও জনস্বাস্থ্য বিবেচনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০,০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধা এবং যতক্ষন পর্যন্ত না ঐ প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে কেমিস্ট নিয়োগ দেয় ততক্ষন পর্যন্ত কারখানা বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি।

মোবাইল কোর্ট শেষে ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন যে রংপুর মহানগরীতে ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ কঠোর হস্তে দমন করা হবে।