কুয়াকাটায় ৭ হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি লাইসেন্স না থাকায় পাঁচ আবাসিক হোটেল মালিককে দুই লাখ ১০ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশের খাবার পরিবেশন করায় দুই রেস্টুরেন্ট মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুয়াকাটা পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী।

এ সময় কলাপাড়া উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, আবাসিক হোটেল গোল্ডেন ইনকে ৫০ হাজার, রয়েল প্যালেসকে ৫০ হাজার, বনফুল ৪০ হাজার, অরন্যবিলাসকে ৪০ হাজার ও সোনার বাংলাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খাবার হোটেল বরিশাল গেটকে ৫০ হাজার ও আরাবেল্লাহকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী বলেন, পদ্মা সেতু খুলে দেওয়ার পরে অসংখ্য পর্যটক কুয়াকাটায় আসছে। এ সুযোগে অনেকে প্রতারণা করছেন। তাই পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য আমরা সার্বক্ষণিক তদারকি করছি। তাই এ অভিযান। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।