অলিম্পিয়া বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকার অলিম্পিয়া বেকারী এন্ড কনফেকশনারী লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে মঙ্গলবার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।

অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘনপূর্বক পণ্যের গায়ে (পাউরুটি) পণ্য মোড়কজাতকরণ সনদ অনুযায়ী মেয়াদোত্তীর্ণের তারিখ, বাজারজাতের তারিখ উল্লেখ না করে এবং পণ্যের গায়ে নিট ওজনের ক্ষেত্রে ± চিহ্ন ব্যবহার করার অপরাধে অলিম্পিয়া বেকারী এন্ড কনফেকশনারী লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. সাফায়েত হোসেন ও পরিদর্শক (মেট্রোলজি) রোশনা আক্তার। সার্বিক সহযোগিতা করেন পরীক্ষক (মেট্রোলজি) মো. মামুনুর রশীদ।