কিকো ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে মেসার্স কিকো ফিলিং স্টেশনকে অনিয়মের অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে মঙ্গলবার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।

অভিযানে ডেমরা-রামপুরা সড়কের নন্দীপাড়ায় (নাগদারপাড়া) অবস্থিত স্টেশন মেসার্স কিকো ফিলিং স্টেশনকে জ্বালানী তেল পরিমাপে প্রতি ১০ লিটারে দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ২৮০ মি. লি., ২৫০ মি. লি. এবং চারটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ২৭০ মি. লি., ২১০ মি. লি., ২৩০ মি. লি. ও ২১০ মি. লি. কম প্রদান করায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) এ এন এম ফরহাদ হোসেন ও পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই মো. কামরুল পলাশ।