টাকা নিয়েও তেল কম দেওয়ায় সোহরাব পাম্পকে জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: পুরো দাম নিয়েও পরিমাণে কম অকটেন দেওয়ার অভিযোগে রাজধানীর কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশন নামের একটি পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুনানি শেষে জরিমানার এ অর্থ আদায় করা হয়েছে। পরে জরিমানার অর্থের ২৫ শতাংশ অর্থাৎ ২৫ হাজার টাকা ইশতিয়াক আহমেদ নামের ভুক্তভোগী ওই ক্রেতাকে দেওয়া হয়।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার (১ আগস্ট) অকটেন কম দেওয়ার অভিযোগে পেট্রোল পাম্পটির সামনে আট ঘণ্টা দাঁড়িয়ে প্রতিবাদ করেন ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। পরদিন মঙ্গলবার (২ আগস্ট) বিষয়টি নিয়ে ভোক্তা অধিকারে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) অভিযোগকারী ইশতিয়াক এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে নিয়ে শুনানির দিন ধার্য করে ভোক্তা অধিদপ্তর। একইসঙ্গে শুনানি শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।