ধানমন্ডিতে বিএসটিআই’র অভিযান, জরিমানা ৩০ হাজার টাকা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর ধানমন্ডিতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে অনিয়মের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) ধামনন্ডির সিমান্ত সম্ভারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাতের মিথ্যা তথ্য প্রদান করায় সিমান্ত সম্ভারের মুনস্ গ্যালারীকে ১০ হাজার টাকা ও রচনা দি ব্রান্ড শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে মোড়কজাত সনদ না থাকায় মুনস্ গ্যালারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া ও পরিদর্শক (মেট) মো. নাজমুস সায়াদত। সহযোগীতা করেন ফিল্ড অফিসার (সিএম) আজমির খান মজলিশ।