নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা লাখ টাকা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ হাজার ১৩৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৩১ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী সবধরনের পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহার নিষিদ্ধ রয়েছে। নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আমরা এখানে অভিযান পরিচালনা করছি।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক।