পেট্রোল পাম্পে অভিযান, জরিমানা ২৫ হাজার

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: নারায়ণগঞ্জের একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই)।

বুধবার রাজধানীর মতিঝিল ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যতীত “ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন ক্রাংকেজ অয়েল ও ওয়াটার ফর ইউজ ইন সেকেন্ডারি ব্যাটারিজ” বিক্রি এবং বাজারজাত করার অপরাধে দি সান ফিলিং সার্ভিস সেন্টার নামের প্রতিষ্ঠানকে টাকা পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।

দি সান ফিলিং সার্ভিস সেন্টার ছাড়াও সিদ্ধিরগঞ্জস্থ জোনাকী ফিলিং স্টেশন ও  সান্টু ফিলিং স্টেশন এবং মতিঝিলের পূর্ণিমা ফিলিং এন্ড সার্ভিস স্টেশন এর সকল ডিসপেন্সিং ইউনিটের সরবরাহকৃত জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।

এছাড়া প্রতিষ্ঠানসমূহের  ক্যালিব্রেশন/ভেরিফিকেশন সংক্রান্ত কাগজপত্র যাচাই করে সঠিক পাওয়া যায়।