উত্তরার কাচ্চি ভাই রেস্তোরাঁয় ভেজাল বিরোধী অভিযান

ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত উত্তরা ১১ নং সেক্টর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় উক্ত এলাকায় অবস্থিত কাচ্চি ভাই রেস্তোঁরাকে অনিবন্ধিত অবস্থায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনা করার দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী, ১,০০০০০/- (এক লক্ষ টাকা)অর্থদন্ড প্রদান ও তাৎক্ষনিক আদায় করা হয়। এসময় খাদ্যের নিরাপদতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার জনাব এম ইমরান হোসেন মোল্লা, নিরাপদ খাদ্য পরিদর্শক আঃসালাম মৃধা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের এর একটি চৌকস টীমসহ অন্যান্য সহকর্মী।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজাল বিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।