পেট্রোল পাম্পে বিএসটিআই’র অভিযান

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত “ইন্টার্নাল কম্বাশন ইঞ্জিন ক্রাংকেজ অয়েল” বিক্রি এবং বাজারজাত করার অপরাধে করিম এন্ড সন্সকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই)।

সোমবার রাজধানীর মতিঝিল এবং ওয়ারী এলাকায় বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ  আমিমুল এহসান এর নেতৃত্বেমোবাইল কোর্ট পরিচালিত হয়।

এছাড়াও মেঘনা মডেল সার্ভিস সেন্টার এবং রহমান ফিলিং এন্ড  সার্ভিস স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।

ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য “বিস্কুট, চানাচুর” বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে বিক্রমপুর সুইটস এন্ড পেস্ট্রি শপ, ৪১, হাটখোলা রোড, টিকাটুলি, ঢাকা প্রতিষ্ঠানটিকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।