বিএসটিআই’র অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানাসহ কারাদণ্ড

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ীতে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানাসহ কারাদণ্ড দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে সোমবার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ঘি ও বাটার অয়েল পণ্য অবৈধ ভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে যাত্রাবাড়ীর কাজীরগাঁও এর মামুন ফুড প্রোডাক্টসকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ম্যানেজারকে এক লক্ষ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি জরিমানার টাকা পরিশোধ না করায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এদিকে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে প্রতি ১০ লিটারে যথাক্রমে এক দশমিক ৩০, এক দশমিক ৩০ ও ৯৫০ মি. লি. কম প্রদান করায় মতিঝিলের করিম এন্ড সন্সকে তিন লক্ষ টাকা জরিমানাসহ ডিসপেন্সিং ইউনিট সীলগালা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) রেবেকা সুলতানা ও পরিদর্শক (মেট) ইনজামামুল হক।

এতে সহযোগিতা করেন সহকারী পরিচালক মো. জিসান আহম্মেদ তালুকদার।