ভাষানটেকে ২ কসমেটিকসের দোকানকে জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর ভাষানটেকে অনিয়মের অভিযোগে দুটি কসমেটিকসের দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে সোমবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম পণ্য বিএসটিআই’র সিএম সনদ/ছাড়পত্র ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে ভাষানটেকের রজনীগন্ধা সুপার মার্কেটের ফারহা কসমেটিক ও মা কসমেটিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) ইবাদত মানিক ও পরিদর্শক (মেট), মো. শাহানুর রহমান।

এতে সহযোগীতা করেন পরিদর্শক (মেট) মো. মোশারফ হোসেন।

Related posts:

বাজার তদারকিঃ ৮১ প্রতিষ্ঠানকে ২.৫৫ লক্ষ টাকা জরিমানা
বেকারী, ফার্মেসী, ফিলিং স্টেশনসহ ভোক্তা অধিদপ্তরের অভিযান
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা
৫৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় ওয়ালটন-এলজিকে জরিমানা
মসলা জাতীয় পণ্য সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, প্রায় ১০ লক্ষ টাকা জরিমানা
ওয়ারীতে বিএসটিআই'র অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা
৮ তারিখের পাউরুটি ৭ তারিখেই পাওয়া যাচ্ছে!
খাবারে কৃত্রিম রং ব্যবহার করছে গুলশানের ক্যাফে রিচার্ড রেস্টুরেন্ট
শসার ফলন ও দাম বেশি পেয়ে খুশি চাষিরা