মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চট্টগ্রামে দুই ফার্মেসিকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ডিপ ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা মাছ ও মাংস সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার এলাকায় বেশ কয়েকটি ফার্মেসিতে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযানে নিউ অলংকার ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় একই এলাকার মোহাম্মদীয়া ফার্মেসিকেও ৫ হাজার টাকা জরিমানা করেন কর্মকর্তারা।

সহকারী পরিচালক নাসরিন আকতার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নিউ অলংকার ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মোহাম্মদীয় ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।