রেট্রো কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর ডেমরায় অনিয়মের অভিযোগে রেট্রো কনজ্যুমার প্রোডাক্টসকে দুটি আইনে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে বুধবার ডেমরার সারুলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফর্টিফাইড সয়াবিন তেল পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় সারুলিয়ার রেট্রো কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ২০ হাজার টাকা জরিমানাসহ সীলগালা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) রিগ্যান বৈদ্য ও পরিদর্শক (মেট) মো. রফিক আজাদ।