লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য বিক্রি, জরিমানা ৭৫ হাজার টাকা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: লাইসেন্স না নিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মানচিহ্ন অবৈধভাবে মোড়কে ব্যবহার করায় ‘খাস ফুড লিমিটেড’কে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর শ্যামলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসটিআই।
এতে বলা হয়, আটা, সরিষার তেল, লাচ্ছা সেমাই ও মুড়ির মোড়কে সিএম লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহার করে বিক্রি করে আসছিল ‘খাস ফুড লিমিটেড’। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সনদ ছাড়া পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।