লাইসেন্স না নিয়ে মানচিহ্ন ব্যবহার, এনএমসি ফুড প্রোডাক্টস সিলগালা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সাভারের হেমায়েতপুরে লাইসেন্স না নিয়েই মানচিহ্ন ব্যবহার করে খাদ্য উৎপাদন করায় এনএমসি ফুড অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে সোমবার হেমায়েতপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারিকেল তেল, ফ্রুট ড্রিংকস, আর্টিফিসিয়াল ফ্লেভারড ড্রিংকস, লাচ্ছি, হ্যান্ড ওয়াস, ফর্টিফাইড সয়াবিন তেল উৎপাদন করা হলেও কোম্পানিটির পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স ছিল না। এ কারণে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।