লাভ লেন বাংলা রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ট্রেড লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ, ফায়ার লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ এবং পেস্ট-কন্ট্রোল সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ার কারণে রাজধানীর উত্তরার লাভ লেন বাংলা রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে ওই রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটি তাদের ট্রেড লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ, ফায়ার লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ এবং পেস্ট-কন্ট্রোল প্রদর্শনে ব্যর্থ হয়।

এ সব অপরাধে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে জেনারেল ম্যানেজারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিক অর্থদণ্ড আদায় করা হয়।