শান্তিনগর বাজারে ক্যাবের সচেতনতামূলক ক্যাম্পেইন-লিফলেট বিতরণ

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: “ভেজাল খাদ্য পরিহার করি, সবাই মিলে দেশ গড়ি” এমন প্রতিপাদ্যে পবিত্র রমজান মাসে সঠিক ওজনে ও ন্যায্যমূল্যে নিরাপদ পণ্য প্রাপ্তির জন্য বাজারভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বুধবার সকালে রাজধানীর শান্তিনগর বাজারে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

ক্যাবের সচেতনতামূলক লিফলেটে বলা হয়, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও সুরক্ষায় দেশজুড়ে কাজ করে চলছে ঢাকাসহ সকল জেলাতে ভোক্তাদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা বৃদ্ধি ও নানামুখী কার্যক্রমের মাধ্যমে। ভোক্তা স্বার্থ সংরক্ষণের ধারা চলমান রাখার প্রয়াস ক্যাবের। এবং এই পবিত্র রমজান মাসসহ আগামী দিনে পণ্য সেবার মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তা স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সচেতন নাগরিক ও ভোক্তা হিসেবে নিজের ও অন্যের ন্যায্য স্বার্থ সুরক্ষায় আপনাকে জানতে হবে কয়েকটি বিষয়। মেয়াদোত্তীর্ণ পণ্য, মোড়কের গায়ের মূল্য থেকে অধিক মূল্য নিলে, কোনো পণ্য ক্রয় করে আপনি যদি প্রতারিত হন তবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সরাসরি বা ক্যাবের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারেন।