চুয়াডাঙ্গায় পঁচা খেজুর বিক্রি করায় জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগরে পঁচা খেজুর বিক্রির দায়ে দুই দোকান এবং নিম্নমানের সরিষা দিয়ে তেল উৎপাদন করায় এক কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে জীবননগর পৌর এলাকায় পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার তিথি মিত্র।

এর মধ্যে জীবননগর বাজার এলাকার গুড়পট্টিতে মান্নান স্টোরে পঁচা খেজুর বিক্রির অপরাধে দোকানি মাসুম আহম্মেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় পাশে পঁচা খেজুর বিক্রির অপরাধে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সবশেষ পৌর এলাকার বসুতিপাড়ায় নাসিম অয়েল মিলে অভিযান চালিয়ে নিম্নমানের সরিষা দিয়ে তেল উৎপাদন করায় মিল মালিক নাসিম আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার তিথি মিত্র বলেন, অভিযানে পুলিশের একটি দল সহায়তা করে।