সাদিয়া অয়েল মিলকে ৬০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ এলাকায় একটি প্রতিষ্ঠানকে দুটি ধারায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

এর আগে বুধবার কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ব্ল্যাক টি, ধনিয়ার গুড়া, ও কারী পাউডার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে শ্যামলপুরের ঝাউচর এলাকার সাদিয়া অয়েল মিল ফুড এন্ড কনজ্যুমার প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, এই এলাকার টাইস মটর’স, টয়োটা অটো পাটস্, কে এইচ পি বাইকারস, এম আর ম্যাকানিক ও ইসহাক এগ্রো ফুড লিমিটেডকে সর্তক করে বিএসটিআই’র আইন মেনে ব্যবসা করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) মো. রাশেদ আল মামুন ও পরিদর্শক (মেট) মো. রফিক আজাদ দায়িত্ব পালন করেন।

Related posts:

নকল কারখানায় বিএসটিআই’র অভিযান, জরিমানা ৯ লাখ
কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
রাজবাড়ীতে ১২ টাকার ও চট্টগ্রামে ২৫ টাকার ইঞ্জেকশন ৭০০ টাকা!
ভোক্তা অধিদপ্তর: ৫৬ প্রতিষ্ঠানকে ২.৫৪ লক্ষ টাকা জরিমানা
ফল ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময়
করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার আহ্বান: ভোক্তা-অধিদপ্তরের
ভোক্তা অধিদপ্তর: ৫৬ প্রতিষ্ঠানকে ২.৭৮ লাখ টাকা জরিমানা
ফল, ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান অব্যহত
সবুজবাগে বিএসটিআই'র অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা
সারাদেশে ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত, ১৫২ টি প্রতিষ্ঠানকে জরিমানা