হাসপাতালের ফ্রিজে আদা বাটা!

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সাভারের আশুলিয়ায় হাসপাতালে অভিযান পরিচালনা করে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করে সেই কিট রাখার ফ্রিজে আদা বাটা, দুধ ও লেবু পাওয়া গেছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জিরানী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক ও অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল।

এ সময় মেয়াদদোত্তীর্ণ টেস্ট কিট, আল্ট্রাসনোগ্রাফ জেল, লাইসেন্স না থাকা ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত ফি রাখায় গাজী ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা, নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা, নাছির উদ্দিন মেডিকেল সেন্টারকে ৫০ হাজার টাকাসহ ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক ও অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালকের নির্দেশে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে আমরা আজ আশুলিয়ার জিরানি বাজার এলাকায় ডায়াগনস্টিক সেন্টার ও হাসাপাতালে আসি। এখানে এসে গাজী ডায়াগনস্টিক সেন্টারের ফ্রিজে রক্ত পরীক্ষা করে কিট যেখানে রাখা হয়েছে, তার সঙ্গে আদা বাটা, লেবু ও দুধ পেয়েছি। এছাড়া নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফ জেলি ও হ্যান্ড সেনিটাইজার মেয়াদোত্তীর্ণ পাওয়া গেছে এবং পাশেই নাছির উদ্দিন মেডিক্যাল সেন্টারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ফি রাখার প্রমাণ পাওয়া যায়। আগামীতেও আমাদের এমন অভিযান চলবে।

অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা অফিসের অতিরিক্ত পরিচালক (প্রচার) শাহ আলমসহ পুলিশের সদস্যরা।