১১৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভোক্তা অধিদপ্তর

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধ প্রতিরোধে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই ধারাবাহীকতায় ১১৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) ঢাকাসহ দেশের ৫৩টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর।

ঢাকার খিলগাঁও তালতলা কাঁচাবাজারসহ দেশব্যাপী মোট ৬১টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১১১টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৬টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত এসকল বাজার অভিযানে সহযোগিতা করেন।