রাজধানীতে বিএসটিআই’র অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজধানীর রমনা ও রামপুরায় অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে দুটি আইনে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এর আগে রোববার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

অভিযানে বিএসটিআই সিএম লাইসেন্স ও মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত রমনার সিদ্ধেশ্বরীর বিগ বাজার সুপার শপকে লিপস্টিক, সিরামিক টেবিল ওয়্যার, লন্ড্রি সোপ, চকোলেট, ফ্রুট ড্রিংক, ফ্রুট জুস, মধু, প্রাইমারি ব্যাটারী, ব্রেড, কারি পাউডার, চিলি পাউডার, ডার্মি সিলি বিক্রয়, বিতরণ, বাজারজাত করার অপরাধে, বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা ও একই প্রতিষ্ঠানকে মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিত পণ্য চকলেট, ফ্রুট ড্রিংকস, বিস্কুট, মাংস মসলা বিক্রি, বিতরণ, বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, অপর একটি প্রতিষ্ঠান ‘Graba Cuppa’ এর পণ্য ‘স্পঞ্জ কেক’ সিএম সনদ গ্রহণ ব্যতীত বিক্রি, বিতরণ, বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, রামপুরার হাজীপাড়া এলাকায়, Vib’vant, ZEiL’S Shop, INSOLE নামীয় প্রতিষ্ঠানে লেদার ফুটওয়্যার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য জোড়ালো তাগাদা দেওয়া হয়।

রামপুরার লাজ ফার্মাকে লাগেজ পণ্য, নিষিদ্ধ পণ্য ও বিএসটিআইয়ের লাইসেন্স/ছাড়পত্রবিহীন ও মোড়কজাতকরণ সনদ ব্যতীত কোনো পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত না করতে অবহিত করা এবং সতর্কতামূলক পরামর্শসহ বিএসটিআই’র লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) এইচ এম তানজীল ও পরিদর্শক (মেট্রোলজি) মো. মঈন উদ্দিন।

সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী পরিচালক (সিএম) মো. আরাফাত হোসেন সরকার। দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) রেবেকা সুলতানা ও রিয়াজ হোসেন মোল্লা।

-এসআর