কাঁচা মরিচে অতিরিক্ত মুনাফা, মীনা বাজার-স্বপ্নকে জরিমানা

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: কাঁচা মরিচ বিক্রয়ে অতিরিক্ত মুনাফা করায় স্বপ্ন ও মীনা বাজারকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার কৃষি বিপণন বিধিমালা ২০২১ লঙ্ঘনের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দুই দিন আগে থেকে কাঁচা মরিচের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির ফলে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক নিত্যপণ্যের উপর সাধারণ তদারকিসহ কাঁচা মরিচের বিষয়ে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশনা দেন। মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে একযোগে ধারাবাহিক ভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কাঁচা মরিচ বিক্রির ক্ষেত্রে প্রাপ্ত অসংগতিসমূহ পর্যালোচনা করাসহ কাঁচা মরিচ, আদা, রসুন ও চিনির মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সুপারশপ, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের অংশগ্রহণে গত ০৯ জুলাই বেলা ১২টার দিকে ভোক্তা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন সুপারশপের প্রতিনিধিরা তাদের সুপার শপে গত ২৬ জুন থেকে ০৬ জুলাই পর্যন্ত কাঁচা মরিচ ক্রয়-বিক্রয়ের উপাত্ত সভায় তুলে ধরেন।

সভায় স্বপ্ন ও মীনা বাজার কর্তৃপক্ষের উপস্থাপিত তথ্য অনুযায়ী কাঁচা মরিচের ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যে অসঙ্গতি পরিলক্ষিত হলে স্বপ্ন ও মিনা বাজারের ব্যবস্থাপনা পরিচালককে কোন পদ্ধতিতে বা কিসের ভিত্তিতে কাঁচা মরিচের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় তা পরবর্তী তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়। সে প্রেক্ষিতে স্বপ্ন ও মীনা বাজার কর্তৃপক্ষ লিখিত ব্যাখ্যা প্রদান করেন যা সন্তোষজনক হয়নি।

স্বপ্ন ও মিনা বাজার কর্তৃপক্ষের লিখিত জবাব পর্যালোচনা করে দেখা যায় যে, প্রতিষ্ঠান দুটি প্রতি কেজিতে সর্বোচ্চ যে লাভ করেছে তা কৃষি বিপণন বিধিমালা ২০২১ এর ফরম-১০ অনুযায়ী খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৩০ শতাংশ লাভের চেয়েও বেশি। যা কাঁচা মরিচের বাজার অস্থির করার একটি কারণ হিসেবে পরিলক্ষিত হয়। সার্বিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কৃষি বিপণন বিধিমালা ২০২১ লঙ্ঘনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী বৃহস্পতিবার স্বপ্ন সুপারশপকে ৪০ হাজার টাকা ও মীনা বাজারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

-এসআর