ইফতারে মাংসের কাবাবের দাম বেড়েছে

ভোক্তাকন্ঠ ডেস্ক: বাজারে দাম বেড়ে যাওয়ায় এবার রাজধানীর চকবাজারের ইফতারিতে মাংসের বিভিন্ন কাবাব আইটেমের দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, গরুর কাবাবের দাম ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।

চকবাজারের হোটেল ব্যবসায়ীরা প্রতি কেজি গরুর কাবাব এক হাজার টাকা ও খাসির কাবাব এক হাজার ২০০ টাকায় বিক্রি করছেন।

গরুর কাবাবের সঙ্গে এখানে খাসির কাবাবের দামও বেড়েছে। প্রায় ৭০০ থেকে ৭৫০ গ্রাম ওজনের খাসির আস্ত একটি পায়ের কাবাব এক হাজার টাকা। অথচ গত বছর এটি ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে বিক্রি হয়েছিল বলে জানান তারা।

অন্যদিকে আস্ত মুরগির গ্রিল ৩৮০ টাকা ও কোয়ার্টার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দাম হওয়ায় বেশিরভাগ মানুষকে এগুলো কিনতে দেখা গেছে।