চিনি-চামড়ার বাজার নিয়ে প্রতিযোগিতা কমিশনে সেমিনার অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাংলাদেশের চিনি ও চামড়ার বাজার সম্পর্কে সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে পৃথক দুটি ভ্যালিডেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে এ দুটি সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য নাসরিন বেগমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম।

সেমিনার দুটিতে বাংলাদেশের চামড়া ও চিনির বাজার সম্পর্কে সার্বিক বিষয়ে পর্যালোচনা করা হয়।

চামড়ার বাজার সম্পর্কে চূড়ান্ত সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন কমিশনের পণ্য ও সেবার ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে গঠিত দল-৩-এর আহ্বায়ক ও কমিশনের পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম।

এছাড়া, চিনির বাজার সম্পর্কে চূড়ান্ত সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন কমিশনের পণ্য ও সেবার ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে গঠিত দল-৪-এর সদস্য ও কমিশনের সহকারী পরিচালক (গবেষণা) ইশরাক মুহম্মদ অন্তিক।