দৌলতদিয়া-পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৪  শতাধিক যান

রাজবাড়ী জেলা প্রতিনিধি:

দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ সময় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৪ শতাধিক যানবাহন। এসব যানবাহনের মধ্যে রয়েছে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি।

এর আগে সকাল ৮টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান।

দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান বলেন, রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু সকাল থেকেই কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। পরে সকাল ৮টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ আরও বেড়ে যাওয়ায় ফেরি বন্ধ রাখা হয়। কুয়াশার পরিমাণ কমে গেলে দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এই মুহূর্তে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৫টি ফেরি চলাচল করছে।

 

Related posts:

বিজয় দিবসে স্বপ্নের মেট্রোরেল সার্ভিস চালু হবে
১৫ শতাংশ ভাড়া বাড়ালো লাইটার জাহাজ
সাপ্তাহিক ছুটির দিনেও চলছে বিশেষ বাজার তদারকি অভিযান, জরিমানা প্রায় দেড় লাখ টাকা
স্বাভাবিক হয়েছে আমিরাত যাত্রা, প্রবাসীকর্মীদের মুখে হাসি
তিন পার্বত্য জেলায় ৯৪ শতাংশ ম্যালেরিয়ার রোগী
প্রাণের মেলা খ্যাত বই মেলা এবার যেন মন খারাপের মেলা
রাজধানীর ফার্মেসীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানার পাশাপাশি চলছে বিশেষ তদারকিমূলক অভিযান
প্লেনের যাত্রীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ এপিবিএনের
সদিচ্ছা না থাকলে শত চেষ্টায়ও খাদ্য নিরাপদ করা যাবে না: খাদ্যমন্ত্রী
কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে চালের বাজারে: বাণিজ্যমন্ত্রী