ধামরাইয়ে দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

ভোক্তাকন্ঠ ডেস্ক: ঢাকার ধামরাই উপজেলায় সিএম লাইসেন্স ছাড়া ইট উৎপাদন ও বাজারজাত করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ঢাকা লাকী (হোম) ব্রিকস ও মেসার্স মার্ক ব্রিকসকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে মো. আসিফ খান ও ফিল্ড অফিসার উপস্থিত ছিলেন।