বিভিন্ন অজুহাতে ঢাকায় ঢুকছে মানুষ

বিধিনিষেধের প্রথমদিন থেকেই বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। তবে বিভিন্ন অজুহাতে ঢাকায় আসার চেস্ট করছে মানুষ। পুলিশের চেকপোস্টে ‘বৈধতা’ যাচাই করে যানবাহন ও মানুষকে ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে।

মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস এমনকি রিকশা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ট্রাফিক পুলিশের চেকপোস্টে। তবে অধিকাংশ গাড়িতেই লেখা ‘জরুরি সেবায়’ নিয়োজিত। যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেটকারের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।

আবার সকাল সকাল গাড়ি না থাকায় অনেকে হেঁটে রওনা হয়েছেন কর্মস্থলে। দূরের অসংখ্য যাত্রী চেকপোস্ট থাকায় আমিন বাজার ব্রিজের আগে গাড়ি থেকে নেমে হেঁটে আসেন গাবতলী। এরপর রিকশা বা ভ্যানযোগে ঢাকায় প্রবেশ করতে দেখা যায়।

জরুরি সেবার নামে অনেকে গাড়ি নিয়ে ঢাকায় ফিরছেন। বৈধতা সাপেক্ষে সেসব যানবাহনকে ছেড়ে দিতে হচ্ছে। তবে যারা জরুরি সেবার আওতায় পড়ছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হচ্ছে, জানান চেকপোস্টে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সৌরভ।